বিশিষ্ট অধ্যাপক, সাধক ও সাহিত্যিক লোকনাথ চক্রবর্তী বলেন,
‘অতীত যখন মনে পড়ে তখন সেটা স্মরণ, আর যখন সামনে এসে দাঁড়ায় তখন পুরোনোকে নতুন করে পেয়ে আমরা আদর করে ডাকি ‘ভূত’! ভূতকে বাদ দিয়ে বর্তমান হয় না৷ বর্তমান হল ছায়া-কায়ার আসন৷ সামান্য স্পন্দনে সেখানে কায়া ছায়া হয়, ছায়া হয় কায়া৷ একে অপরের পরিপূরক৷…কেউ কাউকে ছেড়ে থাকে না৷ এই থাকার মধ্যে না থাকা এবং না থাকার মধ্যে থাকার যে প্রবল আকর্ষণ ও আত্মীয়তা, এই গ্রন্থে তাকে নৈপুণ্যের সঙ্গে নাড়াচাড়া করেছেন অপূর্ব চট্টোপাধ্যায় ৷
অপূর্ব তাই ‘ভূত’ বলেননি৷ বলেছেন ‘ছায়া’ ৷ ‘তাঁদের’ কথা বলতে গেলেই অতীত আসে৷ অপূর্ব তাঁদের সম্মান করেছেন৷ তাঁর এই অভূতপূর্ব ভূতচর্চাটি অপূর্ব হয়েছে৷ আসা যাওয়ার পথে ক্ষণিকের জন্য আমাদের যেন ‘আছি’ এবং ‘আছে’ নিয়ে চলাচলির খেলা ! সেই খেলায় থাকতে থাকতে ‘নেই’ হয়ে যায় সব কিছু ৷ তারপর কী ?’
শুরু করলে শেষ না করে স্বস্তি নেই ৷
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.