দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি : মা সারদা
সঞ্জীব চট্টোপাধ্যায়
জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর প্রায় চার দিনের হাঁটা পথ। পিতার সঙ্গে সেই পথে সারদা এলেন দক্ষিণেশ্বরে, তাঁর স্বামীকে দেখতে। আর অবাক হলেন। কে বলে তিনি পাগল! এ যেন এক অগাধ প্রেমসমুদ্র। কত ভক্ত সমাগম। চতুর্দিকে কত কর্মচারী। নহবতে বাজছে সানাই। মন্দির মুখরিত আরতির ঘণ্টায়। কত সাধুসন্তের আগমন। কত প্রসঙ্গ, কত গান। মা যেন লিখতে চাইছেন, দক্ষিণেশ্বরে তাঁর সেই আনন্দের দিনগুলি। এ যেন মায়ের নিজস্ব ডায়েরি। প্রতিভাত হয়েছে কথাশিল্পী সঞ্জীব চট্টোপাধ্যায়ের সুমধুর কলমে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি