...অশৃঙ্খলার ধারণাই ঐশ্বরিক কারণকার্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী ভ্যাক্সিন হয়ে দাঁড়াল।... সফল নমুনাগুলি ঈশ্বর ভেবেচিন্তে নকশা করে বানিয়েছেন বললে বেশ যুৎসই মনে হয় ঠিকই, কিন্তু তখন ব্যর্থ বৈচিত্র্যগুলিকেও ঈশ্বরের কারসাজি হিসাবে মেনে নিতে হয়। আর সেরকম বললে বেচারার কোনো ইজ্জত থাকে না। অথচ ঈশ্বর প্রকল্প ছেড়ে দিয়ে অশৃঙ্খল প্রভেদন বললে সফল এবং ব্যর্থ— দুরকম বৈচিত্র্যেরই সুষম ব্যাখ্যা মেলে।...
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।