বিদ্যাসাগর চর্চা তাঁর জীবদ্দশা থেকে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত প্রশস্তি লাভ করেছে। মৃত্যুর ১৩০ বছর পরেও ক্রমাগত সেই চর্চা গতি পেয়েছে। বিদ্যাসাগর সংক্রান্ত প্রাজ্ঞজনের চর্চার বিষয়বস্তু সাধারণ জ্ঞানপিপাসু বাঙালির থেকে আলাদা রয়ে গেছে বরাবর। সাধারণের চর্চায় বিদ্যাসাগর 'মাতৃভক্ত সাঁতারু', 'বর্ণপরিচয় স্রষ্টা', 'দানশীল ব্যক্তি', 'বিধবা বিবাহ’, ‘বহু বিবাহ' ইত্যাদি শিরোনামেই সীমাবদ্ধ থেকে গেছে। রাস্তার গ্যাসের আলোর নীচে বা ‘পাঁচ’ লেখা মাইলস্টোনের আশপাশেই হাতড়ে বেড়ানো হয় তাঁকে। সেখান থেকে বেরিয়ে সাধারন কিশোর-কিশোরীদের বিদ্যাসাগরকে আরো গভীরভাবে চেনার জন্য বহরে ছোট প্রবন্ধের আঙ্গিকে আমাদের ফেসবুক পেজে আমরা চর্চা শুরু করি। সেখানে বিপুল সাড়া আমাদেরকে প্রবন্ধ সংকলন প্রকাশের দিকে ঠেলে দিয়েছে। ওয়াকিবহাল মহলের কাছে এসবই হয়ত চর্বিত চর্বণ, হয়তো খণ্ডিতভাবে দেখা। তা সত্ত্বেও হাজারো বিতর্কের পরিসরকে খোলা রেখেই কয়েকটি খণ্ডচিত্র, কয়েকটি ঝলককে আমরা দু-মলাটে বাঁধতে চেয়েছি যা সাধারণ কিশোর-কিশোরীদের কাছে বিদ্যাসাগর চর্চার প্রাথমিক ধাপ হয়ে উঠতে পারে। |
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি