দিনের পরে দিন যে গেলো (অখণ্ড)

(0 পর্যালোচনা)

লিখেছেন/সম্পাদনা করেছেন:
সুকুমার সেন

দাম:
₹1,000.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:

দিনের পরে দিন যে গেলো (অখণ্ড) 

সুকুমার সেন 

এক বিশাল গৌরবময় জীবনের পথ-পরিক্রমার কাহিনি নিয়ে রচিত হয়েছে তথ্যে সজীব, রসে স্বাদু ও বৈঠকী মেজাজে পূর্ণ এই বই। এর লেখক আর কেউ নন, স্বয়ং সুকুমার সেন।মনস্বী ও যশস্বী ভাষাতত্ত্ববিদ সুকুমার সেন ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। জীবনভর নিজের বিদ্যাচর্চার সঙ্গে সঙ্গে তিনি ছাত্রদের গবেষণায় উৎসাহিত করেছেন। জাগ্রত করেছেন তাদের কৌতূহল। তিনি ছিলেন বাঙালিরমনন-জগতের অন্যতম দিশারী। এই আত্মকথায় তিনি শুনিয়েছেন প্রায় শতাব্দীব্যাপী তাঁর জীবনের প্রতিটি পর্বের কথা। তাঁর নিজের ভাষায়, “ব্যক্তি মানুষ, নির্দিষ্ট সংসার, তাকে ঘিরে যে প্রতিবেশ ও সমাজ তারই ছবি তোলা আমার উদ্দেশ্য।” তাঁর দেখা, জানা অনেক মানুষ (এমনকী দু-চারটি জীবজন্তুও) এবং বহু-পরিচিত, স্বল্প-পরিচিত,ক্ষণ-পরিচিত ও অপরিচিত যাঁরা তাঁর মনকে কেবল স্পর্শই করেননি, গভীরভাবে নাড়া দিয়েছেন, তাঁদের সকলের কথাকে একটি মালার মতো গেঁথে তিনি বন্দনা করেছেন ‘মহাজীবন’কে। আবার শুধু তাঁর আত্মজীবনই নয়, আমাদের সমাজ-সাহিত্য-সংস্কৃতি এবং শিক্ষা পরিবেশের একটি ব্যাপ্ত এবং জীবন্ত চলচ্চিত্রও এই সূত্রে উন্মোচিত হয়েছে এই গ্রন্থে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তরঙ্গ ইতিহাসের সূত্রে তিনি অকপটে জানিয়েছেন নিজের সারস্বতচর্চা, সম্মান, খ্যাতি, সম্মিলন, আনন্দ-সংঘাত, অভিমান, অভিযোগ— সব কিছুই।ইতিপূর্বে প্রকাশিত দুটি পর্বের সঙ্গে যে-অংশ তিনি লিখতে শুরু করলেও সম্পূর্ণ করে যেতে পারেননি, সেই অংশটি নিয়ে লেখকের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত হল ‘দিনের পরে দিন যে গেল’-র এই অখণ্ড সংস্করণ।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.