একান্ত আপন
সুধীর চক্রবর্তী
একটি ঋতবাক সংস্করণ
প্রকাশকের কথা
প্রথম প্রকাশ কলকাতা বইমেলা, জানুয়ারি, ২০১২। প্রকাশক পত্রলেখা। ঠিক ১০ বছর পরে বইটির দ্বিতীয় মুদ্রণ তথা সংস্করণ প্রকাশিত হচ্ছে ঋতবাক থেকে। যদিও বাক্য গঠন, বানানবিধি, যতি চিহ্নের ব্যবহার অপরিবর্তিতই রাখা হলো, তবুও এটিকে 'ঋতবাক সংস্করণ' নামেই উল্লেখ করা গেল।
তিন বছর আগে, ২০১৯ সালের ২৭ জুলাই, মূলত ভ্রাতৃপ্রতিম সুহৃদ শিশির রায় ও অগ্রজপ্রতিম সুশীল সাহার আগ্রহে ও প্ররোচনায় কৃষ্ণনগরে সুধীরবাবুর বাড়িতে যাই সদলবলে। সেদিন সেখানেই তাঁর অনুদেশ ও অনুমতি পাই তিনটি বই নতুন করে ছাপার; বইগুলি হলো যথাক্রমে 'রবীন্দ্রনাথ অনেকান্ত', 'একান্ত আপন' ও 'গান হতে গানে'। এর মধ্যে 'রবীন্দ্রনাথ অনেকান্ত' বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছে। এবছর প্রকাশ পেল 'একান্ত আপন'। বইটি তিনি দেখলেন না; তবে সান্ত্বনা এই যে, বইটির প্রচ্ছদ তিনি দেখে অনুমোদন করে গিয়েছেন।
একসময়ে পাঠক হিসাবে তাঁর সৃষ্টির সংস্পর্শে এসে ঋদ্ধ হয়েছি মননে, পরবর্তীতে প্রকাশক হিসাবে তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে জুটেছে অসীম আত্মপ্রত্যয়, অফুরন্ত স্নেহাশিস ও নিখাদ প্রশ্রয়; যা আমার জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে রইলো। পাঠকের কাছে তাঁর রচনা সম্ভার এক এক করে আবার আনতে পেরে ভালো লাগছে খুবই, বলাই বাহুল্য।
আমার অফুরান কৃতজ্ঞতা শিশির ও সুশীলদার প্রতি। কৃতজ্ঞতা জানাই সুধীরবাবুর পরিবারবর্গকে সমস্তরকম সহযোগিতা করার জন্য। পরিশেষে ধন্যবাদ জানাই প্রিয় পাঠক আপনাকে, সুধীর চক্রবর্তীর আত্মজীবনীমূলক গ্রন্থ 'একান্ত আপন' সাদরে সাগ্রহে হাতে তুলে নেওয়ার জন্য। নিশ্চিত জানি, নিরাশ হবেন না।
সচেতন থাকুন, সুস্থ থাকুন, সৃজনে থাকুন,
শুভেচ্ছা নিরন্তর,
সুস্মিতা বসু সিংহ,
২৬ জানুয়ারি, ২০২২
কলকাতা ৭০০০২৫
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি