ইমারত এজলাসে কোলাহল
(কবিতা সংকলন)
অভীক দাস
ইমারত এজলাসে কোলাহল বিষয়টি চিন্তার স্বাধীনতা, বিবেক, মনুষ্যত্ব, রাজনৈতিক মতাদর্শ, প্রতিরোধ এবং মানবাধিকার সামঞ্জস্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সমাজ এখন বড়োই এলোমেলো। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা রাজপথে ভূলুণ্ঠিত! রাষ্ট্র ষড়যন্ত্রের চাকায় পিষ্ট, ইমারতী নগর জীবন। তাই আজ সমবেত কণ্ঠে, জনগণের এজলাসে, মিলিত দ্রোহের উচ্চস্বরে, দিকে দিকে গর্জে উঠুক প্রতিবাদী কোলাহল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি