সব হত্যাই হজম হয়ে যায়
মৃণাল ঘোষ
রাত্রি উজাড় করার বার্তা এসেছে আজ
হত্যার প্রতিবাদে
কত রাত গুঁড়ো গুঁড়ো হয়ে গেল
হাসপাতালে, মর্গে, শ্মশানে, গোরস্থানে
কত আর্তনাদ তীব্র হতে হতে
জনারণ্যে মিশে গেল
শ্রবণের মেঘ
ঢেলে দিল কত শান্তিবারি
জলই আগুন হয়ে যায়
পুড়তে থাকে চরাচর
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি