গল্প কানন

(0 পর্যালোচনা)

লিখেছেন/সম্পাদনা করেছেন:
পল্টু মাজী
প্রকাশক:
নির্বাণ বুকস্

দাম:
₹180.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:

গল্প কানন (নীতিকথার গল্প) 

পল্টু মাজী 

-----------

ক্রোধের পরিণাম

কানাইয়ের সাথে কেষ্টর শত্রুতা অনেক দিনের। একে অপরকে সহ্য করতে পারে না। কেষ্ট রাস্তা দিয়ে গেলে কানাই মনে করে, বিড়ালে রাস্তা কেটেছে। কানাইয়ের সেজো ভাইয়ের বিয়ে লেগেছে। আসে পাশে সকলকে নিমন্ত্রণের তোড়জোড় চলছে। এমন সময় কানাই তার সেজো ভাইকে এসে বলে, কেষ্টর পরিবার কে যেন নিমন্ত্রণ না করে। সেজো ভাই সেই কথাটা পাড়ার বেশ কিছু লোকের সাথে আলোচনা করে। সকলে বলে পাড়া প্রতিবেশির সাথে বিবাদ বেশিদিন জিইয়ে রাখিস না। বিবাদ ত্যাগ কর। অনুষ্ঠানেই সকলের সাথে সকলের মিল হয়। পাড়ার লোকের পরামর্শ মতো কেষ্টর পরিবারকে নিমন্ত্রণ করে। বিয়ের দিন অনেক লোকের সমাগম হয়েছে। সকলে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছে। চারিদিকে খুশির হাওয়া! এমন সময় কানাইয়ের লক্ষ্য পড়ে। অনুষ্ঠান বাড়িতে কেষ্টর পরিবারের লোকজনের আগমন। দেখে তো তার চক্ষু চড়ক গাছ। মনে মনে গস গস করতে থাকে। কি করবে ঠিক করতে পারছিল না। সে ভাবতে থাকে ভাই আমার কথা অগ্রাহ্য করেছে। তার ভাইয়ের ওপর তার ভীষণ রকম রাগ হয়। ক্রোধের বশে সাত পাঁচ না ভেবে। রান্নাশালে গিয়ে ফুটন্ত তেলের মধ্যে একটা থান ইঁট ছেড়ে দেয়। এই খবরটা সকলে শোনা মাত্র চারিদিকে হইচই পড়ে যায়। ঘটনাটি শুনে সকলে কানাইকে দোষারোপ করতে থাকে। অনেকেই অনুষ্ঠান বাড়ির খাবার না খেয়ে বাড়ি ফিরে যায়। অনুষ্ঠান টাই পন্ড হয়ে যায়। কানাইয়ের ভাইয়েরা তো দাদার প্রতি বিতশ্রদ্ধ হয়। দাদার সাথে মনমালিন্য হয়ে যায়। 
নীতিকথা : ক্রোধের বশে হটকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এতে সমস্যা আরো বাড়ে। 


এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.