গল্পসমগ্র-রমানাথ রায় ২য় খণ্ড
প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
ভাল নাম গোপীনাথ। সবাই ডাকে গুপি বলে। গুপি একটা মাসিক পত্রিকার অফিসে চাকরি করত। মাস গেলে দেড় হাজার টাকা করে মাইনে পেত। পাঁচ বছর ধরে সেখানে চাকরি করার পর গুপি ঠিক করেছিল রানুকে বিয়ে করবে। গুপি রানুকে সাত বছর ধরে ভালবাসছে। কিন্তু গুপির কপাল খারাপ। হঠাৎ একদিন পত্রিকা বন্ধ হয়ে গেল। তার চাকরি চলে গেল। রানুকে তার আর বিয়ে করা হল না। ভীষণ মুষড়ে পড়ল।
ঘরে-বাইরে সবাই দুঃখ প্রকাশ করল। সহানুভূতি দেখাল। বাবা বলল, চিন্তার কি আছে! তুই ত আর জলে পড়ে নেই। দাদা বলল, আবার চেষ্টা কর। ঠিক একটা কিছু পেয়ে যাবি। রানু বলল, কিছু ভেব না। আমি তোমার জন্যে সারাজীবন অপেক্ষা করব। এক বন্ধু বলল, ভয় কি! আমি ত আছি।...