গল্পসমগ্র-রমানাথ রায় ৪র্থ খণ্ড
প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
তারা দু'জন হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে এল। নদীর এপারে ছোট বড় নানা গাছ। গাছে গাছে ফুল, পাখির ডাক। নদীর ওপারে পাহাড়, জঙ্গল।
তারা দু'জন একটা গাছের নিচে বসল। ছেলেটি একটা সিগারেট ধরাল। মেয়েটি বলল, সিগারেট ফেলে দাও।
-কেন?
-আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না। ছেলেটি জ্বলন্ত সিগারেট দূরে ছুড়ে ফেলল। ফেলে জিজ্ঞেস করল, এবার খুশি? মেয়েটি বলল, হ্যাঁ।
কিছুক্ষণ পর ছেলেটি বলল, জায়গাটা খুব শান্ত, খুব নির্জন।...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি