Gangahridi 1

(0 পর্যালোচনা)


দাম:
₹350.00

সংস্করণ:
পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
গল্পটা সবাই পড়েছেন বা জানেন যে রাজা ভগীরথ গঙ্গা এনেছিলেন মর্ত্যে। ষাট হাজার সগর সন্তান, রাজা সগরের অশ্বমেধের ঘোড়া মহর্ষি কপিলের আশ্রমের পাশে চড়তে দেখে মুনির উপর চড়াও হয়েছিলেন। মুনি তাদের ভস্ম করে দিয়েছিলেন। সেই ভস্ম থেকে তাদের প্রাণ ফেরাতে হলে গঙ্গা আনতেই হত সগরের বংশের কাউকে। ভগীরথ এনেছিলেন।
সেই কপিল মুনির আশ্রম ছিল এ বাংলার সমুদ্রের কাছে। এই দক্ষিণদেশে। এই সেই বাংলা, যাকে বেদবাদীরা বলত বর্বর দস্যুদের দেশ। যেখানে এলে বৈদিক বামুনের প্রায়শ্চিত্তির লাগত। এই সেই বাংলা যে বৈদিক ও মনুবাদী আধিপত্য থেকে বহুদূরে নিজেকে রেখেছিল। এখানে রাজা ছিল না কেউ। যখন রাজা হলও তখন সে রাজাকে নির্বাচন করা হয়েছিল। গায়ের জোরে কেউ দখল করেনি সিংহাসন। সেই বাংলাকেই একদিন দক্ষিণভারত আগত বল্লাল সেনেরা বর্ণবাদী ব্যবস্থায় জুতে দিল। বাংলার জনসাধারণ ভাগ হল শুধু শুদ্র আর বৈশ্যে। বামুন তো কেউ-ই না। হাড়ি, ডোম, মুচি, ক্যাওড়া, ক্যেওট, পোদ এরা আবার ক্ষত্রিয় হবে কি করে? যতই যুদ্ধ করুক এরা মনুবাদীদের চোখে নীচু জাতি।
যোদ্ধা কেমন? কী আশ্চর্য, এরাই সেই সব যোদ্ধার দল যাদের ভয়ে আলেক্সাণ্ডার লেজ গুটিয়ে পালিয়েছিলেন। প্রকৃত ইতিহাসে তার সাক্ষ্য আছে। প্রাচীন গ্রীক কবি থেকে বিখ্যাত রোমক কবি ভার্জিল এদের বীরত্বের প্রশংসা করেছেন। কেন না সে কালে এদের এক দেশ ছিল যার নাম 'গঙ্গাহৃদি'। সে দেশের যোদ্ধার গল্প মুগ্ধতা নিয়ে আধুনিক সময়েও লিখে গিয়েছেন যাদু গদ্যকার বোর্হেসের মত লেখকও।
যাদের দেশ, যাদের বাণিজ্য, যাদের মসলিন - প্লিনি থেকে স্ট্রাবো সবাইকে উচ্ছসিত করে তুলেছে - সেই গঙ্গারাষ্ট্রের বাসিন্দারা সভ্যতা শিখেছে নাকি দশঘর কনৌজি ব্রাহ্মণের বদান্যতায়, সংস্কৃত পড়ে? তার আগে তাহলে বৈদেশিক সূত্র এত উচ্ছাস দেখাচ্ছে কেন এদের নিয়ে? কেন দেশীয় সূত্র এত নীরব এদের সম্বন্ধে? উত্তর ভারত ভিত্তিক ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যদের মহিমা তাহলে ক্ষুণ্ণ হবে বলে?
মহর্ষি কপিল ছিলেন নিরীশ্বরবাদী সাংখ্যর প্রবক্তা। তিনি চেয়েছিলেন এ দেশে গঙ্গা আসুক। জল আনুক। ধন্য করুক, পূর্ণ করুক ক্ষেত্র পলিতে। সোনার ফসলে ভরে উঠুক দেশ। দেশের সন্তান যেন থাকে দুধে-ভাতে। সেই গঙ্গা এখানে এল কি করে? কি করে গড়ে উঠলো এই 'গঙ্গাহৃদি'? মাথা নীচু করা বাঙালি না, মাথা উঁচু করা বাঙালির সেই দিনকাল নিয়ে আমার নতুন উপন্যাস 'গঙ্গাহৃদি'। দুটি খণ্ড। মাথা উঁচু করে পড়ুন, এ বিশ্বে বাঙালি কারও থেকে কম ছিল না কখনও। বাঙালি কারও দাস ছিল না।
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat   |   © All rights reserved 2023.