গায়ত্রীকে
লেখক : বিনয় মজুমদার
যে কোনো কবির প্রকাশিত কাব্যগ্রন্থই যেমন তন্নিষ্ট পাঠকের কাছে এক অমোঘ আকর্ষণ, তেমনি সে-কাব্যগ্রন্থের পাণ্ডুলিপির প্রায় আবছা, হলুদ হয়ে আসা পাতাগুলোও তার কাছে সমান আকর্ষণীয়। আকর্ষণীয় কারণ, সৃষ্টির নিজস্ব বেনিয়মি রহস্য তার প্রতিটি পরতে পরতে বিধৃত রয়ে গেছে। স্রষ্টা আর সৃষ্টি যে বিন্দুতে মিলেমিশে একাকার হয়ে ছিল, পাণ্ডুলিপির পাতাগুলো সেই বিশেষ মুহূর্তের সাক্ষী বলেই পাঠকের কাছে তার এই অমোঘ আকর্ষণ। সৃষ্টি-মুহূর্তের প্রতিটি গ্রহণবর্জনের নির্জন স্বাক্ষর যেহেতু পাণ্ডুলিপির বুকে বিধৃত, ফলে কাব্যগ্রন্থের প্রকাশিত সংস্করণের চেয়েও তার রহস্যময় টান পাঠকের কাছে আরও ঢের অন্যরকম। সৃষ্টিঘরের চাবিকাঠির ঐন্ধানেই তার এই অমোঘ আকর্ষণ। অনন্য কাব্যপ্রতিভার অধিকারী বিনয় মজুমদারের কবিতাগ্রন্থের পাণ্ডুলিপির আকর্ষণ আজকের বাঙালি কবিতা-পাঠকের কাছে প্রবল। কেবল অনন্যসুন্দর হস্তলিপিই নয়, বিনয়ের পাণ্ডুলিপির জন্য আর-এক বৈশিষ্ট্য হল, সেখানে কবির স্বহস্তে করা নানা পরিবর্তন, শব্দ ব্যবহার এবং যতি চিহ্নের বিবিধ অদল-বদল— যার ভেতর ধরা রয়েছে কবির ভাবনায় বিভিন্ন অনুপুঙ্খ। '৬২তে ‘ফিরো এসো, চাকা’ বেরিয়ে যাবার পর ১৯৬৪ সালে ‘গায়ত্রীকে’ কাব্যগ্রন্থের ৩য় সংস্করণের কথা ভেবে বিনয়ের নির্মিত এই পাণ্ডুলিপি, ফলে, কবির কাব্যভাবনার ক্ষেত্রে আলোকসম্পাত করবে। উজ্জ্বল করে তুলবে তার ‘ফিরে এসো, চাকা’ কাব্যগ্রন্থ বিষয়ে নানান অধরা, অনালোকিত দিককেও।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.