বঙ্কিমচন্দ্র সেন প্রণীত ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর মত অনুযায়ী গীতার ব্যাখ্যা
' গীতা-মাধুরী '
শ্রীমন্মহাপ্রভু আট-প্রহরিয়া ভাবে আবিষ্ট হইয়া শ্রীঅদ্বৈতপ্রভুকে বলিয়াছিলেন- 'গীতা-শাস্ত্র পড়াও- বাখানো ভক্তি মাত্র।' গীতা-মাধুরী গীতার বিভিন্ন ভাষ্যের অনুবাদ বা ব্যাখ্যা নহে, স্বতন্ত্র একটি ভাষ্য।
গ্রন্থকার পরম বৈষ্ণব শ্রীবঙ্কিমচন্দ্র সেন। সাহিত্যিক-সাংবাদিক এবং দেশপ্রেমিক রূপেও যিনি সুপরিচিত। মনীষী লেখক সাধক তাঁহার সাধন জীবনে যে সত্য উপলব্ধি করিয়াছেন ভাবরস সিঞ্চিত লেখনীর দ্বারা সেই অমৃতরস মানব সমাজে বিতরণ করিয়াছেন।
এই অনন্য গ্রন্থ পাঠে পাঠক হৃদয়ে আনন্দ- লহরী অনুভব করিবেন, লাভ করিবেন শীতল বারিতে অবগাহনের পরিতৃপ্তি।