গৌড়ীয় প্রেমামৃত
শৈলেন্দ্র নাথ মুখোপাধ্যায়
'"গৌড়ীয় প্রেমামৃত"-গ্রন্থটি হচ্ছে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব প্রবর্তিত নবীন বৈষ্ণব ধর্ম জগতের সাথে পরিচিত হওয়া ও রসাস্বাদন করবার একটি অনিন্দ্যসুন্দর মাধ্যম। মহাপ্রভু প্রবর্তিত বৈষ্ণব ধর্মতত্ত্ব অলঙ্কৃত গ্রন্থ "গৌড়ীয় প্রেমামৃত"-মূলত অফুরন্ত মধুর রসের, অমৃত ভান্ডার। আসলে, শ্রীচৈতন্যদেব প্রতিষ্ঠিত প্রেমতত্ত্বের অতল রসসাগরে সিক্ত হওয়ার অর্গলবিহীন, উন্মুক্ত, এক বিস্তৃত-জগত। মহাপ্রভুর পবিত্র-নির্মল প্রেমরস চিরদিনই লৌকিক বিচারে সর্বশ্রেষ্ঠ, ভক্তের কাছে অফুরন্ত রসসমৃদ্ধ, শাশ্বত ও চির নবীন। বিভিন্ন যুগে, বিভিন্ন রসপ্রিয়, বৈষ্ণব সাহিত্য রসাচার্য্য ও উপাসকগণ-মহাপ্রভু নিবেদিত প্রেমরসকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে মহাপ্রভুর প্রেমতত্ত্বকে লৌকিক সমাজে প্রতিষ্ঠিত করেছেন। অলৌকিক, অপার্থিব-রসতত্ত্ব হৃদয়াঙ্গম করে আমার জ্ঞান-উপলব্ধি ও অনুভূতি দিয়ে একযোগে অপরাপর ভক্তবৃন্দের মধ্যে বিলিয়ে দেবার মানসিকতাকে সামনে রেখে-এই গ্রন্থটির রূপদান করা হয়েছে। এই গ্রন্থের রস আস্বাদন করলে বিস্তৃত বৈষ্ণব জগতের সাথে অনায়াসে পরিচিতি লাভ করা যায়।'
নমস্কার জানালাম।
বিনীত শ্রদ্ধাবনত লেখক-
শৈলেন্দ্র নাথ মুখোপাধ্যায় (গোল্ড মেডালিস্ট)।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি