জাফর পানাহি
(নিষিদ্ধ সিনেমা ও মানবতার ইস্তেহার)
অভ্রদীপ গঙ্গোপাধ্যায়
প্রচ্ছদ: সুপ্রসন্ন কুণ্ডু
নামাঙ্কন: জাতিস্মর
জাফর পানাহি খ্যাতনামা এই ইরানীয় চলচ্চিত্র পরিচালকের পরিচালিত চলচ্চিত্র তাত্ত্বিক ও সমালোচকদের নিকট থেকে ভূয়সী প্রশংসা অর্জন এবং অসংখ্যা পুরস্কার লাভ করলেও তার নিজের দেশে ছিল নিষিদ্ধ। পরিচালনা ছাড়াও তিনি ছিলেন চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সম্পাদক। তার প্রথম চলচ্চিত্র বাদকোনাকে সেফিদ (সাদা বেলুন) আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে নিয়েছিল। ১৯৯৭ সালে আয়না চলচ্চিত্রের জন্য লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সোনালি চিতা, ২০০০ সালে দায়েরা (চক্র) ছবির জন্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন লায়ন এবং ২০০৬ সালে অফসাইড ছবির জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রৌপ্য ভল্লুক অর্জন করেছিলেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি