কৈলাস ও মানস সরোবর

(0 পর্যালোচনা)


দাম:
₹300.00

সংস্করণ:
পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ
১০, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩
(0 ক্রেতার পর্যালোচনা)
সর্বাধিক বিক্রীত বই

কৈলাস ও মানস সরোবর 

উমাপ্রসাদ মুখোপাধ্যায় 

হ্রদের তীরে তাবু ফেলা হয়। হঠাৎ-আসা মানুষের কর্মব্যস্ততায় ধ্যানমগ্ন প্রকৃতির যেন মৌনব্রত ভাঙে। জলের ওপর আলোড়ন শব্দ ওঠে। হাঁসের ঝাঁক জলশয্যা ছেড়ে পাখা ঝাঁল্টে শূন্যে নীল আকাশে ওড়ে।... ঐ কি সেই মানস সরোবরের চিরপ্রসিদ্ধ রাজহংস!... এরাই কি সেই সুদূরযাত্রী হংসবলাকা শীতের প্রারম্ভে হিমালয় অতিক্রম করে নেমে যায় ভারতের সাগর উপান্তে? তারপর ফিরে আসার পালা-জলধর-সময়ে মানসং যান্তি হংসাঃ।...

ঘরের দেওয়ালের গায়ে ছোট জানলা। তারই মধ্যে দিয়ে দিনের অল্প আলো আসে। কিন্তু সেই জানলার সামনে দাঁড়ালে কৈলাসের মহামহিম অপূর্ব রূপের দর্শন হয়। অবাক হয়ে দেখি।... এখান থেকে মাত্র মাইল দুইয়ের ব্যবধান। তিব্বতের ধূলিবিহীন আবহাওয়ায় এই বিশাল শিখর দেখায় যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। সুনীল নির্মল আকাশের পটে শৈলশ্রেণীর বেদির উপর অধিষ্ঠিত শিবলিঙ্গা- কৃতি শিখর। মাথায় চিরতুষারময় মুকুট।... শিখরের অঙ্গ ঘিরে ঘিরে স্তরে স্তরে চক্রাকারে টানা রেখা। শিবভক্ত রাবণের সেই কৈলাস- শিখর উৎপাটনের ব্যর্থ চেষ্টার স্মৃতিচিহ্ন।...

লেখক পরিচিতি : 

উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ১৯০২ সালের ১২ই অক্টোবর। সেই দিনটি ছিল বিজয়া দশমী। সেই কারণেই নাম হল বিজু। পোশাকী নাম উমাপ্রসাদ, যেহেতু দেবী দুর্গা ফিরে যাবার দিন আশুতোষ- জায়া যোগমায়া দেবীর কোলে এই ফুটফুটে সুশ্রী শিশুটি উপহার দিয়ে গেলেন। খেলাধুলো শরীরচর্চা বিদ্যাচর্চার সঙ্গে বিভিন্ন বিষয়ে তার অনুরাগের পরিচয় পাওয়া গেছে। চিত্রাঙ্কন, ফোটোগ্রাফি, সঙ্গীত এই সবেতেই তাঁর ঝোঁক ছিল। শরৎচন্দ্রের সঙ্গে একান্ত অন্তরঙ্গতা ছিল। বঙ্গবাণী' পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার অনেক সাহিত্যিকদের সঙ্গে এই সূত্রে পরিচয় হয়। আইনজীবীর পেশা গ্রহণ করেন এবং আইন কলেজে অধ্যাপনাও করেন। তবে এই সব পরিচয়ের ঊর্দ্ধে আছে ভ্রামনিকের জীবন। ১৯২৮ সালে মাকে নিয়ে যান কেদার-বদরী দর্শনে। তখন হৃষীকেশ থেকে হাঁটাপথ। যাতায়াতে প্রায় ৪০০ মাইল। ১৯৩৪ সালে গেলেন উমাপ্রসাদ কৈলাস ও মানস সরোবরে। প্রচারবিমুখ উমাপ্রসাদ সাহিত্যজীবন শুরু করেন অনেক পরে। খবরের কাগজ পড়া ছেড়েছিলেন মেজদা শ্যামাপ্রসাদের মৃত্যুর কিছুদিন পর থেকেই। তারপর থেকে হিমালয় ও ভারতের বিভিন্ন প্রান্তে কত যে ভ্রমণ করেছেন তার ইয়ত্তা নেই। প্রধানত প্রখ্যাত আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত মহাশয়ের পীড়াপীড়িতেই তাঁর প্রথম ভ্রমণকাহিনী 'গঙ্গাবতরণ' প্রকাশিত হয়। তার পর একে একে আরও পনেরোটি গ্রন্থ। মণিমহেশ গ্রন্থের জন্য তিনি পেয়েছেন 'সাহিত্য আকাদেমি' পুরস্কার। ১৯৮৮ সালে শরৎ পুরস্কারে' সম্মানিত হন। এছাড়া পেয়েছেন 'বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক'ও 'দ্বিজেন্দ্রলাল রায় পুরস্কার'। উমাপ্রসাদের তিরোধান দিবসটিও বড় আশ্চয্যের। ১৯৯৭ সালের ১২ই অক্টোবর, সেদিনও ছিল বিজয়া দশমী।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.