কল্লোল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
বারিদ বরণ ঘোষ সম্পাদিত

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
কল্লোল 

সংকলন ও সম্পাদনা : বারিদবরণ ঘোষ 

বৈশাখ ১৩৩০-এ প্রকাশিত হয়েছিল ‘কল্লোল’। এক মাসিক পত্রিকা, মাত্রই বছর সাতেক আয়ুষ্কাল। তবু ক্ষণজীবী এই সাহিত্যপত্রটির ভূমিকা চিরজীবী হয়ে উজ্জ্বল বাংলা সাহিত্যের ইতিহাসে। কারণ, ‘কল্লোল’ শুধুই একটি সর্ববহ সাহিত্যপত্র ছিল না, ‘কল্লোল’ হয়ে উঠেছিল এক সাহিত্য আন্দোলন। জন্মলগ্ন থেকেই 'কল্লোল' এক আলোড়ন, এক বিদ্রোহ। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী এক বিশেষ সময়ের যাবতীয় নবীন সাহিত্যব্রতীর সৃষ্টির, স্বপ্নের প্রাণের কল্লোল-যেমন বলেছিলেন সেদিনের তরুণ লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়। তার পথ সহজের পথ ছিল না, ছিল স্বকীয়তার; তার সাধনা ছিল নবীনতার, অনন্যতার; যা আছে তার অস্বীকৃতি, যা নেই তার আবিষ্কার-যেমনটি লিখেছেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত তাঁর অবিস্মরণীয় স্মৃতিচারণার গ্রন্থ 'কল্লোল যুগ'-এ। কল্লোল যে কীভাবে একটি যুগ, কোন্ যুগান্তকারী প্রভাব সেদিনের যাবতীয় নবীন লেখকের যুথবদ্ধ এই সাহিত্যপ্রয়াসের, বাংলা সাহিত্যে 'কল্লোলের কাল'-এর সাহিত্যগত অভিঘাত কতটুকু-সমকালীন সাহিত্যিকের অন্তরঙ্গ বর্ণনায় যেমন তার অনন্য পরিচয় রয়েছে, তেমনই তার আলোচনাও রয়েছে পরবর্তীকালের বহু বিদগ্ধ সাহিত্যিক, সাহিত্যগবেষক ও সাহিত্যসমালোচকের নানান আলোচনায়। সর্বোপরি ড. জীবেন্দ্র সিংহরায়ের অসামান্য একটি পূর্ণাঙ্গ গ্রন্থে রয়েছে কল্লোলের বিস্তৃত ইতিহাস এবং বিশ্লেষণী আলোয় তার সাহিত্যমূল্য বিচার। উৎসাহী পাঠক ইচ্ছে করলেই সেগুলি পড়ে নিতে পারেন। কিন্তু, 'কল্লোল'-এর ইতিহাস জানা যত সহজ, 'কল্লোল'-এর মূল রচনাগুলির স্বাদ পাওয়া মোটেই তেমন সহজসাধ্য নয়। একদিক থেকে বরং অসম্ভবই বলা যায়। কেননা, 'কল্লোল' পত্রিকাটির কপি আজ সম্পূর্ণভাবে দুর্লভ। প্রকাশকালেই দুষ্প্রাপ্য হয়ে-ওঠা এই পত্রিকার বেশ কিছু কপি জাতীয় গ্রন্থাগারের হিমঘরে হয়তো-বা রয়েছে, কিন্তু অন্য কোথাও নেই। একমাত্র 'কল্লোলের কাল' গ্রন্থের রচয়িতা ড. জীবেন্দ সিংহরায়ের ব্যক্তিগত সংগ্রহাগারে 'কল্লোল'-এর সমগ্র ফাইলের হদিশ ছিল। আমাদের সৌভাগ্য, সেই দুষ্প্রাপ্য ও অমূল্য সংগ্রহের খোঁজ পেয়েছেন বারিদবরণ ঘোষ। শুধু তাই নয়, তার ভিত্তিতেই 'কল্লোল'-এ প্রকাশিত সমূহ গল্প মন্থন করে পঞ্চাশটি গল্প বেছে নিয়েছেন তিনি এবং সুদক্ষ সম্পাদনায় সেগুলিকে সাজিয়ে দিয়েছেন এই অসামান্য সংকলনের দুই মলাটের মধ্যে। প্রতিটি গল্পের শেষে প্রকাশকালের উল্লেখ রয়েছে। বহু অজ্ঞাত ও অল্পজ্ঞাত তথ্যে সমৃদ্ধ, সরস ও সুদীর্ঘ একটি মুখবন্ধে সংকলিত গল্পগুলির বৈশিষ্ট্য ও বৈচিত্র্য সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছেন তিনি, আবার সামগ্রিকভাবে 'কল্লোল'-এ প্রকাশিত গল্পাবলির মুখ্য বৈশিষ্ট্য ও সমূহ বিচিত্রতার সঙ্গেও পরিচয় করিয়ে দিতে ভোলেননি। এর আগে, তিন খণ্ডে 'কুন্তলীন'-গল্পসম্ভার প্রকাশ করে বাংলা ছোটগল্পের এক ছিন্নসূত্রের যেভাবে পুনরুদ্ধার করেছিলেন বারিদবরণ ঘোষ, এই 'কল্লোল গল্প পঞ্চাশৎ'-এর মধ্য দিয়েও তেমনি আরেকবার বাংলা ছোটগল্পের একটি হারিয়ে-যাওয়া অধ্যায়কে পাঠকের সামনে নতুন করে তুলে ধরলেন তিনি। এ
শুধু তাঁর কর্মের গণ্ডিরই প্রসারণ নয়, বাংলা সাহিত্যের
আমাদের সৌভাগ্য, সেই দুষ্প্রাপ্য ও অমূল্য সংগ্রহের খোঁজ পেয়েছেন বারিদবরণ ঘোষ। শুধু তাই নয়, তার ভিত্তিতেই ‘কল্লোল’-এ প্রকাশিত সমূহ গল্প মন্থন করে পঞ্চাশটি গল্প বেছে নিয়েছেন তিনি এবং সুদক্ষ সম্পাদনায় সেগুলিকে সাজিয়ে দিয়েছেন এই অসামান্য সংকলনের দুই মলাটের মধ্যে। পাঠকের সামনে নতুন করে তুলে ধরলেন তিান। এ শুধু তাঁর কর্মের গণ্ডিরই প্রসারণ নয়, বাংলা সাহিত্যের দিক থেকেও স্থায়ী এক ঋণ। সাত বছরের সময়সীমায় প্রায় সাড়ে তিনশো গল্প প্রকাশিত হয়েছিল 'কল্লোল'-এ। তার মধ্য থেকে পঞ্চাশটি গল্পকে এমন নিপুণভাবে বেছে নিয়েছেন সংকলক যাতে করে কল্লোলের মনোভঙ্গি ও বিদ্রোহের, স্বাতন্ত্র ও সার্থকতার একটা সর্বাত্মক চেহারা ফুটে ওঠে এই গল্পসম্ভারে। বিদেশি গল্পের অনুবাদ কিংবা ছায়ায় পুষ্ট গল্পগুলিকে পুরোপুরি বর্জন করেছেন তিনি। লেখকের নাম-মাহাত্ম্যের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন গল্পের রসোত্তীর্ণতার উপর। তাই পরবর্তীকালে-স্বনামধন্য বহু কথাকারের গল্পের পাশাপাশি এই সংগ্রহে স্থান পেয়েছে সময়ের-স্রোতে-হারিয়ে-যাওয়া বহু গল্পকারের সময়জয়ী সৃষ্টির চমকপ্রদ নিদর্শন। এ-ধরনের সংকলনগ্রন্থ প্রকাশিত না হলে এসব লেখা হয়তো চিরকালের জন্যই যেত হারিয়ে। 


প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36418

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি