খাঁচার ভিতর অচিন পাখি
প্রতিভা সরকার
জেলের আখ্যান আমরা কম পড়িনি। জাগরী পড়েছি। জুলিয়াস ফুচিক পড়েছি। হন্যমান পড়েছি। জেলের ভিতরে জেল পড়েছি। কিন্তু সবই বহুদিন আগের। নিদেন পক্ষে সত্তরের দশকের। তাহলে জেল কী উঠে গেছে? রাষ্ট্র কি নরম-সরম-পেলব বার্বি-পুতুলে পরিণত?
আসলে রাষ্ট্র ততটা বদলায়নি, যতটা আমরা বদলে গেছি। যে মস্তিষ্কগুলো চিন্তাভাবনা করত, এখন টিভির সান্ধ্যকালীন খেউড়কেই রাজনীতি ভাবে। মিডিয়াই আপনার জগতের জানলা, তাই জানলা দিয়ে কী দেখা হবে, সেটা তারাই ঠিক করবে।
কনসেন্ট নিয়ে ফাটিয়ে দেওয়া লোকজনকেও এই ম্যানুফ্যাকচারিং নিয়ে কিছু বলতে শোনা যায়না। কারণ মস্তিষ্কই কুয়াশায় ঢেকে আছে।
কিন্তু জিনিসটা সেখানেই ফেলে রাখলে তো হবেনা। তাই এই উপন্যাস, দস্তুরমতো রাজনৈতিক, কিন্তু সেটা টিভির রাজনীতি না। জেলের গরাদের ভিতর যে অচিনপাখিরা আছে রাষ্ট্রীয় নিপীড়ন এবং হিংস্রতার জগতে, তাদের নিয়ে লেখা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি