কিশোর সমগ্র
তিলোত্তমা মজুমদার
ছোটদের কখনও 'ছোট' ভাবা উচিত নয়, তারা ছোট মানুষ। বিচারবুদ্ধি, পছন্দ-অপছন্দ, হৃদয়ানুভব ইত্যাদি সমস্ত নিয়ে ছোটরা অন্যরকম ব্যক্তিত্বসম্পন্ন। তাদের অভিজ্ঞতা অল্প, বড়দের সঙ্গে এই যা পার্থক্য। আবার তাদের যত অভিজ্ঞতা, বড়রা কিছুতেই তার সন্ধান জানে না, তার কারণ, বেশির ভাগ বড় হয়ে যাওয়া ব্যক্তি ছোটবেলায় ফিরে যাবার পথ হারিয়ে বসে। বাচ্চারা এভাবেই বড় হয়ে যায় একদিন। তাদের নিজস্ব বিচরণক্ষেত্র কিছু কম কঠিন নয়। বস্তুত, ভালোবাসাই হোক আর হিংস্রতা, ছোটদের সঙ্গে দুই ক্ষেত্রেই বড়দের তফাত নগণ্য। কিন্তু ওই নগণ্যই গণ্য হয় যদি অমলিন শৈশব অথবা বাল্য আবার ফিরিয়ে আনা যায় আপন হৃদয়ে। তার যে কী আনন্দ, কতখানি মুক্তি, তা বলে বোঝানো যায় না। এই বই সেই মুক্তির কথাই বলে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.