কিশোর সাহিত্য
নবনীতা দেবসেন
নবনীতা দেবসেন—জন্ম ১৯৩৮ সালে, কলকাতায়। বাবা নরেন্দ্র দেব, মা রাধারাণী দেবী দু-জনেই প্রতিষ্ঠিত সাহিত্যকার দু-জনেই রবীন্দ্রনাথের স্নেহধন্য, দু-জনেই শরৎচন্দ্রের ঘনিষ্ঠ। তাঁদের বাসভবনে সেকালের সব সাহিত্যিকদের নিত্য আনাগোনা। আবার ছোটোদের বিখ্যাত মাসিকপত্র পাঠশালা-র মূল দপ্তর ওই বাড়িতে আর পাঠশালা-র প্রধান গুরুমশাই নরেন্দ্র দেব নিজে। পাঠশালা পত্রিকার প্রকাশ শুরু হয়েছিল নবনীতার জন্মের আগে এবং নরেন্দ্র দেব যখন পাঠশালাদায়িত্বভার ছাড়েন তখন নবনীতা তেরো-চোদ্দো-র কিশোরী। তবু পাঠশালা-য় তাঁর সাহিত্য রচনার হাতেখড়ি হয়নি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন—‘আমি ছিলুম তাঁর শিষ্যকূলের বাইরে। তবু দূর থেকেই আমার সাহিত্য শিক্ষা ঘটেছিল আবার ওই পাঠশালা-র দৌলতে। পাঠশালা-র জন্য সেই আমারও তখন যেন আপনা-আপনি তার পাঠক্রমটি শেখা হয়ে গিয়েছিল, এ বাড়ির হাওয়াই বইত তরুণ মনের সৃজনশীলতার সবুজ পাতা ছুঁয়ে।' সত্যিকথা বলতে কী, এমন পরিমণ্ডলে সে বাড়ির ছোট্ট বাসিন্দাটি একটু একটু করে বড়ো হলেন, কল্পনার লতাটিতে ধীরে ধীরে ফুল ফুটল, ফল ধরল। একদিন তার গন্ধে পাড়া মাত হল।
সেই ফুল-ফলের কিছু অমূল্য সম্ভার একত্রিত করে তৈরি এই কিশোর সাহিত্য সংকলন। পড়তে বসলেই মন মাতোয়ারা না হয়ে যায় কোথায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি