কবিতার মতো অথবা.....
রণধীর রায়
একদিন নিশ্চিত বন্দুকগুলো দিয়ে অঝোরে ঝরবে কালি
তুচ্ছ হবে সব গোলাগুলি আর মাটি কাড়াকাড়ি রাগ
বন্দুকের নলে শুধু কালি আর কালি-
সেকি উৎসব, সেকি উন্মাদনা রাজপথ জুড়ে
শিহরণ খেলে যাবে শিরায় শিরায়।
চোখের জল, রক্ত-দেয়াল ; সব মুছে যাবে আওয়াজে
বন্ধুকগুলো দিয়ে অঝোরে ঝরবে কালি যেদিন।
তোমার বুকের কাপড় ছিঁড়ে পতাকা বানাবে না আর কেউ
তোমার শিরচ্ছেদ রেকর্ড হবেনা সিরিয়ায়
প্যালেস্টাইনের রেস্তোরাঁয় নৈশভোজে মাতবে প্রেমিকের দল
করাচির ফুটপাত ঘেঁষে আবার শোনা যাবে সেতার
বেনারসের গঙ্গায় মিশে যাবে আজমীর শরীফের জল
সুদানের রাজপথে শিশুরা আবার খেলা করবে
বন্ধুকগুলো দিয়ে অঝোরে ঝরবে কালি যেদিন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি