কুড়ুয়া পাখির ডাক

(0 পর্যালোচনা)

লিখেছেন/সম্পাদনা করেছেন:
গৌতম বিশ্বাস

দাম:
₹150.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:

কুড়ুয়া পাখির ডাক 

গৌতম বিশ্বাস 

ভূমিকা

গ্রামের নাম নিশ্চিন্দিপুর। ক'ঘর আদিবাসী মানুষের বাস। নীল চাষের দরুন একদা নীলকর সাহেবরা আমদানি করেছিল কুলিকামিনদের সুদূর বিহার মুলুক থেকে। তারাই বংশানুক্রমে আস্তানা গেড়েছিল নিশ্চিন্দিপুরে। তৈরি হয়েছিল বুনো সর্দারপাড়া। সেই সর্দারপাড়া নিয়েই গড়ে উঠেছে আখ্যান কুড়ুয়া পাখির ডাক।

আদিবাসী মানুষগুলোর যেন উন্নতি অবনতি নেই। প্রায় গত জন্ম থেকে এক কাজই করে আসছে তারা পরের জমিনে জনমজুর খাটা। নির্বিবাদে প্রতিরোধহীনভাবে সেই একই কাজই করে আসছে মুখ বুজে। চলে নিপীড়ন, বঞ্চনা আর রাজনৈতিক নির্যাতন তাদের উপর। কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। 'দিন যায়, সময় এগোয়। গাঁয়ের পরিস্থিতি ক্রমশই পাল্টাতে থাকে। শহর থেকে অনেকখানি দূরের চুপচাপ হয়ে থাকা গ্রামখানির কোথায় যেন একটু একটু করে জমে উঠতে থাকে প্রতিবাদের সুর। গলায় গান আসে বুধনের, পোস্টিং নিয়ে আসে সমাজসেবী জনদরদী শিক্ষক শুভঙ্কর। জেগে ওঠে লখাই, গঙ্গারাম, শীতল, দেবুরা। মেম্বার নিশিকান্ত ও তার ভাই নিখিলও যুদ্ধ সংঘটিত করে। আক্রান্ত হয় বুধন। 'খবরটা পৌঁছোতে দেরি হল না মোটেই আর তা পৌঁছানো মাত্রই সবার অলক্ষ্যে জমে ওঠা ক্ষোভের মেঘ কালবৈশাখীর দুরন্ত গতি নিয়ে ঝাঁপিয়ে পড়লো... মেম্বার নিশিকান্ত সাহার বাড়ি।' গণচেতনার উন্মেষ, গণ অভ্যুত্থান। 'যা দেখে ঘন অন্ধকারে ঘিরে থাকা পাতার আড়াল থেকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলো 'কুড়ুয়া' পাখিটা।'

নলিনী বেরা 

 হাওড়া, ২৪শে জানুয়ারি, ২০২২

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.