লালুসালু
সৈয়দ ওয়ালীউল্লাহ
সময় যেন থমকে আছে চরিত্র চিত্রায়ণের প্রতিটি ফাঁকে। পড়তে গেলে পাঠক থমকাবেনই। ভাববেন, কবে লেখা? গত শতাব্দীর মধ্য ভাগে? সংশয়ী হয়ে পাঠক সত্তা ভূগোল কে অতিক্রম করে বলে উঠবেন। আরে, এতো আমার দেশের, আমার রাজ্যের, জেলার, পাড়ার ঘটনা। কাল ই তো আমার মহল্লায় এমন ঘটনা ঘটেছে। চিরকালীন কাহিনী বোধহয় এমনটাই হয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.