পাঁচটি ঐতিহাসিক উপন্যাস
শ্রী পারাবত
ঐতিহাসিক ঘটনাকে কখনো বদলানো যায় না। বদলাতে হলে অতীত কালের গর্ভে ফিরে গিয়ে আবার নতুন করে চেষ্টা করতে হয়। মানবজাতির দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যই বলতে হবে যে, অতীতের মধ্যে সে শত প্রয়াসেও ফিরে যেতে পারে না। তাই যে ঘটনা ঘটে গেছে, সে ঘটনার ইতিবৃত্ত অটুট থাকে-এতটুকু নড়চড় হয় না।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি