গৌড়চন্দ্রিকা : সম্রাট রামপালের যুদ্ধযাত্রা
রজত পাল
সম্রাট গোপাল বাংলার মাৎস্যন্যায় পর্বের পরে যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেটিকে বহুদূর বিস্তৃত করেছিলেন তাঁর পুত্র এবং পৌত্র ধর্মপাল ও দেবপাল। পরবর্তী শাসকদের সময়ে সাম্রাজ্য সঙ্কুচিত হলেও পুনরায় সেটি বিস্তারলাভ করেছিল মহীপালের আমলে। মহীপালের প্রপৌত্র দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহ করে বরেন্দ্র অঞ্চলে স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন কৈবর্ত্য দিব্বোক। দ্বিতীয় মহীপালের ভ্রাতা রামপাল সম্রাট হয়ে কয়েকবার রাজ্য উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহৎ পরিকল্পনা নিয়ে সামন্ত রাজাদের একত্রিত করতে নিজেই এবার যাত্রা শুরু করেছেন।
রাঢ়বঙ্গের সামন্তশাসকেরা কৈবর্ত্যবিদ্রোহের পরে মগধের প্রতি আনুগত্যে তেমন নিষ্ঠাবান নয় বলেই মনে করেন সম্রাট। যাত্রাপথে তাঁদের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করছেন, অনুভব করছেন রাঢ়বঙ্গের সংস্কৃতি এবং গুণিজনদের সাহচর্য। সঙ্গে চলেছে যুদ্ধের প্রস্তুতি।
এদিকে দিব্বোকের ভ্রাতুস্পুত্র ভীম বর্তমানে বরেন্দ্রর শাসক। তিনি সংবাদ পেয়েছেন রামপালের প্রস্তুতির। মহারণের জন্য তিনিও প্রস্তুতি শুরু করবেন এবার। কি হবে বরেন্দ্রর ভাগ্য?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.