লোকসংস্কৃতি গ্রাম্যজনের, অতীত যুগের, কৃষকদের, সংহত সমাজের মৌখিক সংস্কৃতি মাত্র নয়। আমাদের দেশে পাশ্চাত্য শাসনের সঙ্গেই ইংরেজদের শিল্প-সংস্কৃতির বিপুল প্রভাব আসে। নগরের ইংরেজি শিক্ষিত মধ্যশ্রেণি এ সমস্ত আঙ্গিক ব্যবহার করে মুদ্রিত সাহিত্য সম্ভারে সমাজকে প্লাবিত করে। অন্যদিকে ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতির ধারাটি বহন করে চলে নিম্নবর্গের লোকসমাজ। প্রাক্ ইংরেজ আমলের ঐতিহ্যগুলি গ্রামে এবং নগরে লোকসংস্কৃতি নামে চিহ্নিত হয়। এবং আমাদের সমাজে এটি এক মূল্যবান জীবন্ত প্রবাহ। শ্রমজীবী লোকসমাজ এগুলির ধারক, বাহক, রচয়িতা। লোকসংস্কৃতির গবেষক দীপক বিশ্বাসের লোকশিল্পী এবং শিল্পকে নিয়ে তাঁর চিন্তাভাবনা, বিচার বিশ্লেষণের লিখিত দলিল এই বইটা। নানান সময়ে বিবিধ প্রথমসারির পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সংকলন হলেও বইটার একটা পূর্নাঙ্গ অনুভব আছে; শুধু শিল্পের প্রতি নয়, শিল্পীর প্রতি দরদ তথা শ্রমজীবী লোকসমাজের প্রতি, মেহনতি মানুষের প্রতি তাঁর টান এই অনুভবকে অন্য স্তরে টেনে নিয়ে গিয়েছে। শিল্পের কথা বলতে বলতে তাই তিনি অনাবিল শুনিয়েছেন সেই শ্রমবাস্তব জীবনের কথা। আর তাই তাঁর কলমে লোকশিল্পগুলোও হয়ে উঠেছে জীবনের অভিব্যক্তি, ভীষণ সজীব-জীবন্ত। |
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি