মস্তিষ্কের ঝরাপাতা
ডা. গৌতম গঙ্গোপাধ্যায়
চিত্তভ্রংশ বা ডিমেনশিয়া এমন একটি রোগ, যা মানুষের নিজস্ব অস্তিত্বে আঘাত হানে। মানুষের নিজস্ব পরিচিতি যখন হারিয়ে যায়, তখন সেই মানুষের আত্মাভিমানও নষ্ট হয়ে যায়। ফলে সে তার স্বভাব বিরুদ্ধ কাজকর্ম করতে থাকে। পরিবারের লোকজন এতে বিভ্রান্ত হন এবং তাদের অজান্তেই সেই একান্ত প্রিয় মানুষটির প্রতি অসহিষ্ণু হয়ে ওঠেন এবং অযথা বিরুদ্ধাচরণ শুরু করেন আর এতেই যত বিপত্তি। এ ধরনের রোগীর মূল চিকিৎসার বিষয়ই হল সহমর্মিতা। পরিবারের দুর্ব্যবহার রোগীকে বিষণ্ণ ও একাকী করে তোলে। শুধুমাত্র ওষুধের দ্বারা এ রোগের নিরাময় সম্ভব নয়। এরকম প্রয়োজনীয় কিছু তথ্যই আমি এই বইয়ে পরিবেশন করার চেষ্টা করেছি।
এই বইটিতে রয়েছে, ডিমেনশিয়া রোগগ্রস্ত মানুষজনদের পাশে থেকে তাদের রক্ষা করে, তাদের সার্বিকভাবে যত্ন করার সহজ উপায়। এই বইটি আগামী প্রজন্ম ও এই সময়ের মানুষজনদের পথ প্রদর্শন করবে বলেই আমার বিশ্বাস- একটি সুস্থ সুন্দর সমাজভাবনায় তাদেরকে যুক্ত করতে সহায়তা করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি