‘ শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায় খুব বেশিদিন লিখছেন এমন নয়৷ কিন্তু ইতিমধ্যে যেটুকু লিখেছেন নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন৷ তার ছোটদের জন্য লেখা যেমন স্নিগ্দ, আনন্দময়, বড়দের জন্য লেখা তেমনই পরিণত, ক্ষুরধার৷ সেই রসে সুখ যেমন আছে, দুঃখও থাকে৷ আনন্দ ও বেদনাকে তাঁর কলম একইসঙ্গে নিয়ে চলতে জানে৷
শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায় এই বইতে বড়দের জন্য পঞ্চাশটি নানা ধরনের গল্প লিখেছেন৷ পাণ্ডুলিপি পড়তে গিয়ে অবাক হতে হয়৷ জীবনকে লেখিকা এত দিক থেকে দেখেছেন? নাকি জীবনের ওপর নানা রঙ ছিটিয়ে তাকে আলাদা করে চিনেছেন? ভালোবাসাকে বিভিন্ন দিক থেকে দেখাবার আয়োজন করেছেন৷ মিলন, বিরহ তো রয়েছেই, পরকীয়াকেও বাদ দেননি৷ আছে ভয়ের গল্প, সমাজের সমস্যা নিয়ে গল্প, কোনও গল্পে আবার ব্যঙ্গে শ্লেষ আঘাত হানতেও পিছপা হননি৷ গল্পগুলি কোনওটাই খুব বড় নয়, ফলে মুন্সিয়ানা দেখাতে হয়েছে ছোট পরিসরে৷ এরপরও ‘মাটি আকাশের মাঝখানে’ গল্প সংকলনটির জন্য লেখিকাকে অভিনন্দন না জানিয়ে উপায় আছে? ’…
— প্রচেত গুপ্ত
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.