এই বই-এর প্রবন্ধাবলী তথাকথিত প্রাচ্য ও পাশ্চাত্য মিথোলজি এবং সেই সংক্রান্ত নানা প্রবন্ধে দুটি ভাগে বিন্যস্ত। প্রথম চারটি প্রবন্ধ মহাভারত নির্ভর। তার পাঠ পদ্ধতি, মূল মহাভারত বলে কোনো একটি টেক্সটের প্রামাণ্যের ভ্রান্তিকর দাবী খণ্ডন, ভাস লিখিত একটি সংস্কৃত নাট্য এবং রবীন্দ্র কাব্যনাট্য প্রসঙ্গে মহাভারত আলোচনা। পরবর্তী তিনটি প্রবন্ধ যথাক্রমে কুমার কার্তিকেয় এবং চৌর্যবিদ্যা, রামায়ণে সীতার অবস্থান, নবারুণ ভট্টাচার্যের ফ্যাতারু মার্শাল ভদি'র মমিকরণের সঙ্গে মিশরীয় মমিকরণের তুলনা এবং মৃত্যুর শ্রেণীগত তাৎপর্য আলোচিত হয়েছে। এর পরবর্তী তিনটি প্রবন্ধে যথাক্রমে পাশ্চাত্য নন্দনতত্ত্ব, গ্রেকো-রোমান আমলে আনাতোলিয়ায় অ্যান্ড্রোজিনি ও সাম্রাজ্যের সাহিত্য-দর্শনে তার প্রভাব এবং ভারত-গ্রিস মিথোলজির বিনিময়ের রাজনীতি আলোচিত হয়েছে। এই গ্রন্থের শেষ প্রবন্ধটিতে
বিশ শতক অবধি পাশ্চাত্য মিথোলজি পাঠের কাঠামোগত ইতিহাস পর্যালোচনা হয়েছে সংক্ষিপ্তাকারে।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।