মনের কোনও বিশেষ ঋতু নেই
বিভাস রায়চৌধুরী
যত রকম মন, তত রকম কবিতা। যত রকম কবিতা, তত রকম দিগন্ত। বিশিষ্ট কবি বিভাস রায়চৌধুরী কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থে বাঁক নিয়ে বয়ে চলেছেন। নতুন কাব্যগ্রন্থে আবার এক নতুন বাঁকে তিনি উপস্থিত। তিনটি পর্বে বিভক্ত এই কাব্যগ্রন্থ— মন, মা, মৌখিক। ‘মন’ পর্বের কবিতাগুলি চেতন-অবচেতনের খেলায় বিস্ময়কর। কবিতাময় কবি যেন মগ্ন সাধকের মতো বাজিয়ে চলেছেন নিজের জীবনকেই। চমক থেকে অনেক দূরে এই তন্ময়তা। কবি বলছেন, “কবিতা লিখো না, কবি! / কবিতা শূন্যতাপ্রিয়… / সে নিজেই বেছে নেবে, তুমি কিছু শব্দ রেখে দিয়ো”। এই পর্বে আছে ‘দর্শন’ সিরিজের আশ্চর্য ছ’টি কবিতাও। অন্তর্গত স্বরের এইসব কবিতার বিপরীত মেরুর কবিতা গ্রন্থিত হয়েছে ‘মৌখিক’ পর্বে। এখানে তীব্র দামামা। আছে মুখোশ টেনে ছিঁড়ে ফেলবার সাহস। আছে কবিতার প্রয়োজনে ক্ষেপে-যাওয়া কবিতা। আর এই দু’টি পর্বের মাঝখানে কবি রেখেছেন ‘মা’ পর্বটিকে। সেখানে অশ্রুবিন্দুর মতো শোক-নির্জন কিছু কবিতা। মাকে হারিয়ে কবি অনুভব করেছেন, “আমার আর মাতৃভাষা নেই… / মাতৃভাষা নেই… / বাংলা ভাষা থেকে, হায়, কে যেন হঠাৎ / চুরি করে নিয়ে গেছে মাকে!”
সহজ কিন্তু রহস্যে অটুট, সরল কিন্তু অতলগামী, নাটকীয় কিন্তু কবিতার অন্তর্ঘাতী শক্তিতে ভরপুর বিভাস রায়চৌধুরীর নতুন কাব্যগ্রন্থ ‘মনের কোনও বিশেষ ঋতু নেই’।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি