সুনীলের নীরা
সুনীল গঙ্গোপাধ্যায়
তাকে আমি রক্তমাংসের মানবী করে রাখতে চাই তবু হঠাৎ হঠাৎ সে চলে যায় শিল্পের সীমানায়। যেন সে হয়ে ওঠে ভাস্কর্যের রমণী। যেন সে শুধু আমার নয়, জাদুঘরের শিল্পকীর্তির মতো সর্বসাধারণের। আমি তাকে আবার ফিরিয়ে আনি, তার পায়ে কাঁটা ফোটে, তার চোখে টলমল করে অশ্রু। এই দূরত্ব এবং আলিঙ্গনের নৈকট্য, নীরার সঙ্গে এই খেলা চলছে সারাজীবন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি