নহবত
সত্য বন্দ্যোপাধ্যায়
নাটকের নাম 'নহবত'। এ নামের সার্থকতা কতখানি তা সুধী দর্শক সমাজ বিচার করবেন, তবে এর প্রত্যেকটি চরিত্র আমার দেখা অবশ্য নানান জায়গায় নানান পরিবেশে।
এই 'নহবতে'র প্রথম আসর বসিয়েছিলেন 'রঙমহল শিল্পী গোষ্ঠী', তাঁদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাই তাঁদের, যাঁরা নেপথ্যে থেকে 'নহবতে'র আসর জমজমাট ক'রে তুলেছিলেন। 'রঙমহল শিল্পী গোষ্ঠী'র পর 'নহবত' নাটকটির ব্যাপকভাবে অভিনয় করার ভার নেন 'ইঙ্গিত', শিল্পী গোষ্ঠী, তাঁদের আন্তরিকতা আমার নাটকটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। উভয় গোষ্ঠীর কাছেই আমি কৃতজ্ঞ রইলাম '। --সত্য বন্দ্যোপাধ্যায়
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি