অন্যান্য ও প্যারিস কাকু
শমিতা বসু
প্রচ্ছদ: প্রচ্ছদ কর
প্যান্ডেমিকের সময়ে জীবনটা বিনা নোটিশে হঠাৎই কেমন পাল্টে গিয়েছিল। কোনো একদিন আমাদের অভিজ্ঞতা হলো লকডাউনের। বিশেষ কিছু করার রইল না। বেরোনো বন্ধ। গাড়িঘোড়া নেই বলে চারদিকের আওয়াজ কমতে কমতে আশ্চর্যভাবে নিস্তব্ধ হয়ে গেল। কিসের যেন আশঙ্কায় প্রকৃতির মধ্যেও দেখলাম শ্মশানবৈরাগ্য। পাখিগুলোও ভয়ে ভাবনায় নিশ্চুপ। সেই অবস্থায় মন আমার স্থির হতে হতে প্রায় শব্দহীন। ফলে চিন্তার খোরাক বেশি কিছু রইল না, অতীত থেকে টেনে এনে স্মৃতি-রোমন্থন করা ছাড়া। তখনই বিকেলের পড়ন্ত রোদ-চাদর গায়ে মেখে ছাদে হাঁটতে শুরু করি। সেই চরম স্তব্ধতা থেকে ভূমিষ্ঠ হলো আমার প্রথম গল্প! ও যেন মনের মাটিতে একটা ছোট্ট চারা। পরম যত্নে লালন করলাম ওকে। তারপর দেখি ওই প্রথম গল্পটা কিভাবে যেন ভেতরের গল্প-ভাঁড়ারের দরজাটা খুলে দিয়ে এল। আর সেই খোলা দরজাটা দিয়েই বাকি গল্পগুলো তখন একে একে যেন মুক্তির রাস্তা খুঁজে পেল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.