ওরা আমায় সিংহ বলত
(প্যালেস্তিনীয় উপন্যাসের অনুবাদ)
আহেদ তামিমি ও দেনা তাকরুরি
অনুবাদ: অর্ক দেব
আমি বড় হওয়ার দিনগুলিতে তাজা বুলেট দেখেছি রোজ। কাঁদানে গ্যাস, রবার বুলেট, জলকামান- এসব আমার গা-সওয়া। প্রিয়জনদের জন্যে হাসপাতালে যাওয়ার দিনগুলির কথা ভাবছিলাম। পরিজনদের শেষযাত্রায় যোগ দেওয়ার দিনগুলির কথা ভাবছিলাম। আম্মা চাচিরা সুর করে কাঁদত। সেই কান্নার আওয়াজ কানে ভেসে আসছে। ভেসে আসছে প্রিয়মুখের জন্যে সুবিচার চেয়ে তোলা স্লোগানের ধ্বনি। আমার আত্মীয়দের মধ্যে অধিকাংশই বন্দিজীবন কাটিয়েছে। ছেলেবুড়ো মিলে কতজন গুণতে থাকি। এই আত্মীয়দের থেকে শোনা গল্পগুলি মনে করার চেষ্টা করি। রাতদুপুরে গ্রেফতারি আমাদের জীবনের সবচেয়ে স্বাভাবিক ঘটনাগুলির একটা। এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
আর এবার আমার পালা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি