পানাগড়ের জঙ্গলে
শান্তনু বসু
বইয়ের কথা:
বড়দিনের প্রাক্কালে কলকাতায় এ লেন রসায়নবিদ ডগলাস মার্টিন। তাঁর পিতামহ, জোসেফ মার্টিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পানাগড় এয়ার বেসে পোস্টেড ছিলেন। পেশায় ডাক্তার। যুদ্ধের পর দেশে ফেরার আগে হঠাৎই রসহ্যজনক ভাবে তিনি মারা যান। তাঁর দেহ পাওয়া গিয়েছিল পানাগড়ের জঙ্গলের মধ্যে। ভবানী পুর সেমেটারিতে তাঁকে সমাহিত করা হয়। পিতামহের সমাধিক্ষেত্র দর্শনের জন্যই ডগলাস মার্টিনের কলকাতায় আসা। কলকাতায় এসেই একটা হুমকি চিঠি পেলেন বিজ্ঞানী মার্টিন। জড়িয়ে পড়লেন এক রহস্যের মধ্যে। ওদিকে পানাগড়ের জঙ্গলে পাওয়া গেল এক বিদেশি যুবকের গুলিবিদ্ধ দেহ। তার নাম জন রাসেল। পুলিস সূত্রের খবর গত মাসখানেক ধরে পানাগড়ের জঙ্গলে ছেলেটি কিছু খুঁজে বেড়াচ্ছিল। কোন রহস্য লুকিয়ে রয়েছে পানাগড়ের জঙ্গলে?
লেখক পরিচিতি :
জন্ম ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায়। বাবা সরোজকুমার বসু। মায়ের নাম অনিমা বসু। স্কুলের পাঠ, বারাসত প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশায় সরকারি আধিকারিক। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যুগ্ম সচিব পদে কর্মরত। নাটক রচনা দিয়ে লেখালেখি শুরু। প্রথম মৌলিক নাটক ‘রিয়েলিটি’ প্রকাশিত হয় ২০১০ সালে। এই নাটকের জন্য জাতীয় স্তরে একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখির সূচনা ২০১৩ সাল থেকে। এ পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে লেখকের অনেকগুলি কিশোর উপন্যাস ও কিশোর গল্প সংকলন প্রকাশিত হয়েছে। নৈর্ঋত প্রকাশন থেকে বেরিয়েছে কিশোরদের জন্য লেখা ঐতিহাসিক আখ্যান ‘ইঙ্গবণিকের বঙ্গবিজয়’।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি