আলো ছায়ার রঙ
সঞ্জয় কর্মকার
বইয়ের কথা:
স্বপ্নের আলোয় ভবে থাকে শিশু-কিশোর মন। কাঙ্ক্ষিত ইচ্ছাকে তারা লালন করে বড় যত্নে। তবু জীবন কখনও ধূসর আবার কখনও তা ভোরের আলোর মতোই স্নিগ্ধ। ফেলে আসা পথ কত পদচিহ্ন ধরে রাখে আবার বিলীনও হয় কত। ছায়া-অন্ধকারে ডুবে থাকার কষ্টে শিশু-কিশোর কাতর হয়। চোখে জল আসে। এই হাসি-যন্ত্রণা, প্রাপ্তি-অপ্রাপ্তি নির্ধারণ করে তাদের আগামী। এমনই নানা স্বাদের কুড়িটি গল্পে শিশু-কিশোর চরিত্রের নৈতিক আদর্শ এবং তাদের মনস্তত্ত্বের বিচিত্র দিকগুলি উন্মোচিত হয়েছে ‘আলো ছায়া বঙ’ সংকলনটিতে। কিশোর ভারতী, শুকতারা, বিচিত্রপত্র, সন্দেশ, চিরসবুজ লেখা, আমপাতা জামপাতা, শিশুমেলা বা মৌচাক এর মত প্রথম শ্রেণীর পত্র-পত্রিকায় প্রকাশিত গল্পগুলি কেবল ছোটদেরই নয়, বড়দের চিন্তা-চেতনাকেও আন্দোলিত করতে সমানভাবে সক্ষম। সংকলনে ভিন্নস্বাদের প্রতিটি গল্পে আছে এক দুর্নিবার টান যা পাঠককে বিমোহিত করবে নিশ্চিত।
লেখক পরিচিতি:
সঞ্জয় কর্মকারের জন্ম ১৫ই আগস্ট। উত্তর চব্বিশ পরগণার কাঁকিনাড়ায় মা, বাবা, স্ত্রী দীপান্বিতা ও ছেলে শ্রীদীপকে নিয়ে যৌথ পরিবারে বসবাস। স্নাতকোত্তর স্তরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া নিয়ে পড়াশোনা। বর্তমানে শিক্ষকতার পেশায় নিযুক্ত। লেখালেখির সূচনা মূলত কিশোর বয়স থেকেই। ২০১২ সালে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আনন্দমেলায় ছোটদের গল্প প্রকাশিত হলে সিরিয়াস লেখালেখির শুরু। এরপর গল্প, অণুগল্প, কবিতা, ছড়া, রম্যরচনা, প্রবন্ধ প্রকাশিত হয়েছে দেশ, রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, সানন্দা ওয়েব, নবকল্লোল, শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ, চিরসবুজ লেখা, বিচিত্র পত্র, কথাসাহিত্য, মাসিক বসুমতী, মাসিক কৃত্তিবাস, তথ্যকেন্দ্র, মৌচাক, দৈনিক স্টেটসম্যান, প্রসাদ, কলকাতা পুরশ্রী, অভিষিক্তা-র মত অসংখ্য প্রথম শ্রেণীর বাণিজ্যিক পত্র-পত্রিকায়। আমপাতা জামপাতা, শিশুমেলা, চাতক, নান্দনিক, সঞ্চিতা-র মত অগণিত অবাণিজ্যিক পত্রিকাতেও লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিত। ইতিপূর্বে প্রকাশিত কিশোর গল্প সংকলন ‘ইচ্ছে ফুলের গন্ধ’। বিগত দু-দশক ধরে নিরলস সাহিত্য চর্চার স্বীকৃতি স্বরূপ ‘চাতক সাহিত্য পত্রিকা’-র পক্ষ থেকে পেয়েছেন “টেগোর ভিলেজ সাহিত্য পুরস্কার ২০২০”। লেখকের অন্যতম শখ বই পড়া এবং গান শোনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি