মেঘের খোঁজে
চন্দন নাথ
বইয়ের কথা :
ছোটোরা পৃথিবীকে দেখে তাদের চোখ দিয়ে। চারপাশের নানান ছবি রঙ ছড়ায় তাদের মনে। ভোরের আলো, সেই আলোয় ঝলমল করা গাছগাছালি, বাগানে কিংবা বারান্দার টবের গাছে ফুটে ওঠা ফুল, পাখিদের কিচিরমিচির, সাঁঝ আকাশের তারা- এইসব কিছুই একটু-একটু করে রঙিন করে দেয় তাদের মন। তাদের বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে থাকে আত্মীয়-পরিজন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বন্ধুরা। থাকে পশুপাখি, কীটপতঙ্গ এবং আরও কত কত কিছু। আবার অন্যদিকে, ছোটোরা তাদের চোখ দিয়ে যে-পৃথিবীকে দেখে তা অনেক অনেক সুন্দর হয়ে ওঠে তাদের দেখায় কল্পনার রঙ মিশে যায় বলেই। বড়ো হয়ে উঠেও সেই রঙ যাঁরা হৃদয়ে আঁকড়ে রাখেন, জীবনকে সহজ সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তাঁরাই। তাই ছোটোদের কল্পনার রঙে রাঙানো এই বইয়ের দুই মলাটের মাঝের লেখাগুলো যেমন ছোটোদের, তেমনই সেই বড়োদেরও- যাঁরা ছোটোবেলাকে আজীবন আগলে রেখেছেন মনের মাঝে।
লেখক পরিচিতি :
চন্দন নাথঃ জন্ম ১৯৬৭ সালে। জন্মস্থান মথুরা হলেও আশৈশব বেড়ে ওঠা অধুনা পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর গ্রামে। ছোটোবেলার দিনগুলো কেটেছে সবুজে সাজানো প্রকৃতির কোলে। শৈশব-কৈশোরে প্রকৃতির বুক থেকে যত্নে কুড়িয়ে নেওয়া রঙই জড়িয়ে থাকে লেখায়-লেখায়। থাকে সমাজ সচেতনতার বার্তাও। ছোটোদের প্রতি ভালোবাসার টানেই কিশোর বাহিনী সংগঠনের সঙ্গে যুক্ত। ছোটোদের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ছড়া-কবিতা-গল্প আর নানান ধরনের লেখার পাশাপাশি দীর্ঘ দিন ধরে কিশোর বাহিনীর ত্রৈমাসিক পত্রিকা ‘রঙবেরঙ’-এর সম্পাদনার কাজে যুক্ত। সব বয়সি পাঠক এবং বাচিক শিল্পীর কাছে আদৃত হয়েছে তাঁর ছড়া-কবিতা, এটাই তাঁর বড়ো প্রাপ্তি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.