প লা য় ন
প্রচ্ছদ: আদিদেব মুখোপাধ্যায়
'পলায়ন' হল পারিবারিক একঘেয়েমির থেকে ক্ষণিক পালিয়ে বাঁচা। আবার মধ্যবিত্ত মানসিকতায় চরিত্র বাঁচাতে দে দৌড়। এমন নানা অর্থে ধরা দিয়েছে উপন্যাসে। সত্তরের কফিহাউসের আড্ডা, রাণাঘাটের কবি, অরুণ বসু, তৎকালীন কলকাতার বর্ণময় চরিত্র এসেছে উপন্যাসে।
১৯৮১ সালে শিলাদিত্য পত্রিকায় প্রকাশিত দেবদাস আচার্যের এই উপন্যাসটি স্বয়ং তাঁর কাছেও ছিল না। উপন্যাসটি প্রকাশের পর ফিরে পড়ে তিনি জানিয়েছেন 'এ তো joy of youth। এ লেখা আমি এখন আর কিছুতেই লিখতে পারব না। পাঠক পড়ে কী জানায় সেই উন্মুখ অপেক্ষায় রয়েছি...'
ঘাটশিলা উপন্যাসিকের বর্ণনায় এসেছে কাব্যিক তথা শিল্পপিপাসুর দৃষ্টিভঙ্গিতে যেহেতু রচয়িতা একজন কবি। নেশা, নারী ভোগ এসবের বহু রৈখিক কানাগলিতে আদিম নারী ও প্রকৃতি মিলেমিশে একাকার। 'পাপবোধ'র আকর্ষণ মানুষকে এ কোথায় নিয়ে এল। তারই টানটান উন্মোচন এই উপন্যাস।