কবিতাসংগ্রহ
শ্রীধর মুখোপাধ্যায়
সম্পাদনা : অনির্বাণ মুখোপাধ্যায়
প্রচ্ছদ : সন্তু দাস
________________________
শ্রীধর মুখোপাধ্যায়(১৯৬৪-২০২৪) :
বিশ শতকের আটের দশকের একজন অত্যন্ত শক্তিশালী কবি। 'অনার্য সাহিত্য' নামে একটি পত্রিকা করতেন আট-নয়ের দশকে। কবিতার পাশাপাশি গল্প, প্রবন্ধ লিখেছেন। তিনটি উপন্যাসও লিখেছেন, যা অপ্রকাশিত। অজস্র অনুবাদও ছড়িয়ে রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। ছদ্মনামেও লিখেছেন। 'আরম্ভ' পত্রিকায় সারা ভারতের বিভিন্ন স্থানের রান্না নিয়ে একসময় লিখেছেন, লিখেছেন কলকাতার বিভিন্ন গির্জা নিয়েও। একদিকে মহাত্মা গান্ধী, অন্যদিকে যিশু ছিলেন তাঁর প্রিয় দুই চরিত্র। নিজে ছিলেন অসম্ভব কমলকুমার(মজুমদার)-ভক্ত। চাকরি করতেন হংকং ব্যাংকে। সেই চাকরি ছেড়ে পরে দীপ প্রকাশন ও 'আরম্ভ' পত্রিকায় কিছুদিন চাকরির পর শেষজীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনফিডেন্সিয়াল প্রেসে কাজ করেছেন। বহু বিচিত্র বিষয়ে আগ্রহী শ্রীধর ছিলেন বিচিত্রকর্মা কবি। সেই সাক্ষ্য ছড়িয়ে রয়েছে তাঁর ১১টি কাব্যগ্রন্থ ও তিনটি গল্পগ্রন্থে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি