প্রিয়
সম্পাদনা - ড. ঝুমা দত্ত
অঞ্জলি প্রকাশনীর বহু জনপ্রিয় গল্পের সিরিজ এই "প্রিয়" বইটি। "প্রিয়"অনেকগুলি খন্ডে বিভক্ত। বহুদিন পর আবার সেই পুরনো মলাটে প্রকাশিত হল বইপ্রেমী মানুষের প্রিয় গল্পের বই "প্রিয়"।
মলাটে লেখা ৬ জন বিখ্যাত লেখক লেখিকার গল্পের সম্ভার এই গ্রন্থ। ৬ জন লেখকের বারোটি ভিন্ন ভিন্ন স্বাদের গল্পের সমাহার ঘটেছে এই বইতে।
কিশোর প্রেমের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের "প্রথম নারী"। তার আরো একটি গল্প একেবারে ভিন্ন উপলব্ধির কথা বলে তার নাম "দরজা খোলার পর"। সমরেশ বসু তার "বিহিত" গল্পে দেখিয়েছেন মানুষের সম্মিলিত শক্তি যেকোনো সমস্যার সমাধানে সক্ষম। তার আরেকটি গল্প"আর একটি মানুষ" বিকলাঙ্গ একটি মেয়ের অভিযোজনের গল্প। সুচিত্রা ভট্টাচার্যের বিকেল ফুরিয়ে যায়" গল্পে বয়:সন্ধির ছোট মেয়েটির কিভাবে পরিবার, প্রেম ও ধর্মীয় বিশ্বাস আঘাতে আঘাতে ভেঙ্গে পড়ে তারই এক বাস্তব চিত্র। তাঁরই কলম নিঃসৃত "সম্পর্ক" গল্পটিতে বিবাহবিচ্ছেদই যে সম্পর্কের শেষ নয় মানুষের ভিতর সম্পর্ক প্রথিত থাকে অন্য কোথাও তারই আখ্যান এই গল্প। সংসারের বেড়াজালে আবদ্ধ এক কবির হৃদয় যন্ত্রণার কথা জয় গোস্বামীর "সংশোধন বা কাটাকুটি"। প্রতিভা বসুর আদ্যন্ত প্রেমের গল্প "সীমন্তর সন্ন্যাস"। সমরেশ বসুর "কুন্তী নদীর সাঁকোতে এক সন্ধ্যায়" গল্পে তিনটি যুবকের ঘর বিবাগী মনের মুক্তিকে ধন্য করেছে দুজন নারী। সঞ্জীব চট্টোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ কুশলতায় "কাটলেট" গল্পে দেখিয়েছেন মানুষের আসল মনটাকে। তাঁর অন্য একটি গল্প "জ্ঞানী" সংসার সমুদ্রে হাসির কলরোল। জয় গোস্বামী তাঁর "মল্লার যেখানে নামে" গল্পে দেখালেন কবি তাঁর মানসীকে খুঁজে পায় সাধারণ একটি মেয়ের মধ্যে।
এইরকমই ভিন্ন ভিন্ন স্বাদের বারোটি গল্প নিয়ে গড়ে উঠেছে এই গ্রন্থ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.