রাধারানি
সবিতা বিশ্বাস
প্রচ্ছদ : স্বর্ণেন্দু ঘোষ
শ্রী রাধা স্বামী পাননি। সন্তান পাননি। সংসার পাননি। সমাজের কাছ থেকে পেয়েছেন কেবলমাত্র কলঙ্কের ডালি। শ্রীকৃষ্ণের গমনের পর কেউ শ্রীরাধার কোনো খবর রাখেননি। কোথাও তাঁর কৃষ্ণ-পরবর্তী জীবনযাপন দেখানো হয়নি। তাঁর অন্তিম পরিণতি দেখানো হয়নি। তিনি থেকে গেছেন সম্পূর্ণ উপেক্ষিতা রূপে। এই পুস্তকে শ্রী রাধার মানবিক রূপ দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি শুধুমাত্র কৃষ্ণের লীলাসঙ্গিনী হয়ে থাকেননি। তাঁর স্বতন্ত্র নারী চরিত্রের স্ফূরণ ঘটেছে এই গ্রন্থে।