রজপদাবলী
রজত পাল
শোনো শোনো বঁধু কয়ে যাই শুধু
যদি বা ভিখারি হই
পরান আমার যে লয় তাহার
সকলি লইব মুই।
দেখিনু যতনে এ পোড়া ভুবনে
আমি তার কেবা সই?
কহে রজদাসে পিরিতির আশে
কোন ঘরে যাবি তুই।।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি