রাতের ট্রেনের সঙ্গী
অভিজ্ঞান রায়চৌধুরি
ভূত না ভবিষ্যৎ! ম্যাজিক না মিরাকল্! না জানি কত কিছুই অপেক্ষা করে রয়েছে রোমা টার্মিনি গামী রাতের ট্রেনে। রহস্য ঘনীভূত হয় যখন লুকা আর নিজেকে লুক্কায়িত না রেখে পাশের সিটে এসে বসে। তবে ওই যে, সবটাই ম্যাজিক নাকি বাস্তব কিছু আছে, এটা কি আর চটজলদি বোঝার উপায় আছে! সে তো গল্পের কোন পরতে কোন ফাঁকে টুক করে লেখক বলে দিয়েছেন, খুঁজে নিতে হবে। তবে যাত্রা যে কম মনোরম হবে না তার একটা ঝলক পাওয়া যেতেই পারে—হতে পারে 'লোকটার ডান হাতটা ছোটো', যাকে মজা করে বলা যায়, 'ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট', আবার 'ও কি আমি?' উঠতে পারে এই প্রশ্নও! কে জানে 'বন্ধ জানলা'র ওপার দিয়ে হয়তো সবটাই 'অচেনা' ঠেকবে! তবে এই নিশ্চিন্ত যে শেষ পর্যন্ত পাতা ওল্টালে 'খুঁজে পাওয়া' যাবেই, কে এই রাতের ট্রেনের সঙ্গী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি