ঋগ্বেদের দেবগণ
রমেশচন্দ্র দত্ত
সম্পাদনা : শম্পা ভট্টাচার্য
সহজ, সরল এবং সাবলীল ভাষায় বেদের মতো জটিল জ্ঞান-গ্রন্থ সম্পর্কে আলোচনা করা সুকঠিন কাজ। রমেশচন্দ্র দত্ত অত্যন্ত সুষ্ঠুভাবে সে কাজ করেছেন। ঋগ্বেদের এই অনুবাদ কাজ করতে গিয়ে দেবতাদের উৎস সম্পর্কে তিনি জানিয়েছেন, বৈদিক সভ্যতায় প্রকৃতির রঙ রূপ ঈশ্বরের প্রতিরূপ ধারণ করেছিল। রমেশচন্দ্র দত্ত ঋগ্বেদের দেবগণ সম্পর্কে আলোচনায় সাধারণ পাঠকের সুবিধার্থে প্রচুর টাকা, টিপ্পনীও ব্যবহার করেছেন। এ গ্রন্থের ষষ্ঠ প্রস্তাবে আচার-ব্যবহার ও বৈদিক সভ্যতার ধরণ ধারণও আলোচিত।
লেখক পরিচিতি :
রমেশ চন্দ্র দত্ত ,: জন্ম ১৩ আগস্ট ১৮৪৮. মৃত্যু ৩০ নভেম্বর ১৯০৯। জন্মস্থান উত্তর কলকাতার রামবাগান। ১৮৬৬ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলারশিপ নিয়ে এফ.এ। ১৮৬৮ সালে বিলেত যান। ১৮৬৯ সালে আই সি এস ও পরে ব্যারিস্টার। এই সময়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও ভারতে ইতিহাস ও অর্থনীতি নিয়ে গবেষণা। ১৯০৪-এ দেশে ফিরে বরোদার রাজার অর্থমন্ত্রী পদে যোগ দেন। ১৮৯৮ সালেই যোগ দিয়েছিলেন রাজনীতিতে। ১৯০৮ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রথম সভাপতি। সমগ্র ঋগ্বেদের প্রথম বঙ্গানুবাদক। উল্লেখযোগ্য বাংলা গ্রন্থ: 'বঙ্গবিজেতা', 'মাধবী কঙ্কন', 'মহারাষ্ট্র জীবনপ্রভাত', 'রাজপুত জীবনসন্ধ্যা' প্রমুখ। গবেষণামূলক ইতিহাস গ্রন্থ: Economic History of British India, A History of Civilisation in Ancient, India in the Victo- rian Age: An Economic History of the People প্রমুখ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.