রৌদ্রে ও ছায়ায় ফুটবল
এদুয়ার্দো গালেয়ানো
ভাষান্তর : সন্দীপ ব্যানার্জি
Eduardo Galeano-র গ্রন্থ El Fútbol a Sol Y Sombra-এর বেশ কিছু অংশ "পাবলিক ডোমেইন”-এ আছে (যেমন nerudavive[dot]cl ওয়েবসাইটে) এবং আরেকটি বই এবং Cerrado por fútbol ও "পাবলিক ডোমেইন”-এ পাওয়া যায়। তা ছাড়াও তাঁর ফুটবল বিষয়ে কিছু লেখা লাতিন আমেরিকার নানা ব্লগ ইত্যাদিতে পাওয়া যায়। এসবগুলির ভাষান্তর করে এই সংকলন তৈরি হয়েছে। এটি মূল El Fútbol a Sol Y Sombra বইয়ের সম্পূর্ণ অংশ নয়, গালেয়ানোর ফুটবল নিয়ে সমস্ত লেখার সমগ্র সংগ্রহ হলে যা হতো তার তুলনায় আয়তনে ছোটো এবং ফলে এই সংকলনটি ফুটবল ভালোবাসেন এমন অনেকের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা যাবে।
------------++
১৯৭৮-র বিশ্বকাপ
জার্মানিতে জনপ্রিয় ভোকসওয়াগেন বিটলস উৎপাদন বন্ধ হয়ে গেছে, ইংল্যান্ডে প্রথম টেস্ট-টিউব শিশুর জন্ম হয়েছে, ইতালিতে গর্ভপাত আইনি হয়েছে। এইডস, যে অভিশাপকে অভিশাপ বলা হয় না, তাতে প্রথম রোগীর মৃত্যু হয়েছে। "লাল ব্রিগেড"-এর গুপ্তহত্যা করেছে আল্ডো মোরোকে, যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞা করেছে যে তার জবরদখল করা পানামা-খাল নতুন শতাব্দীতে পানামাকে ফেরত দিয়ে দেবে। মিয়ামির বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে অবিলম্বে ফিদেল কাস্ত্রোর পতন হচ্ছে, আর কয়েক ঘণ্টার ব্যাপার মাত্র। নিকারাগুয়াতে সোমোজার পারিবারিক একনায়কতন্ত্র কাঁপছে যেমন ইরানে শাহ-এর রাজতন্ত্রও, গুয়াতেমালায় পানসোস শহরে সেনাবাহিনী মেশিনগান চালিয়ে জমায়েত হওয়া কৃষকদের গণহত্যা করেছে। বোলোভিয়ায় টিনের খনিতে দোমিতিলা বারিওস এবং আরো চারজন নারী বোলোভিয়ায় মিলিটারি একনায়কতন্ত্রের বিরুদ্ধে ভুখ-হরতাল শুরু করেছেন এবং কিছুদিন পরে যখন সারা বোলিভিয়া ভুখা হরতাল শুরু করল মিলিটারি শাসনের পতন ঘটল। আর্হেন্তিনার সেনা শাসকেরা শরীর-স্বাস্থ্যে দিব্যি ভালো ছিলেন, এবং সেটা প্রমাণ করতে তাঁরা একাদশ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করলেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.