"শুনতে শুনতে রামাক্কার চোখ বড় বড় হয়ে যায়, রসিকাম্মার জড়ানো গলার স্বর ধীর হতে হতে একসময় চুপ করে গেলেও সে চোখ সরাতে পারে না রাতের আকাশ থেকে।
প্রতিভা সরকার
রসিকার ছেলে
সেখানে তখন সলমা জরির অর্বুদ অর্বুদ কুচি ঝলমল করছে। আর তাদেরকে চুমকির মতো গায়ে মাথায় মেখে অনেক উঁচু থেকে তাকে দেখছে এক সুপ্রিয় যুবকের হাস্যোজ্জ্বল নতমুখ, মাথায় তার বাদুলে মেঘের মতো ঘন একরাশ চুল, অকপট হাসিতে বেঁকে রয়েছে পুরু ঠোঁটের কোণ। যেন সে এক আলোর দেবতা, সর্পিলাকার আকাশগঙ্গা ছায়াপথ থেকে লাট্টুপাক-সদৃশ এন্ড্রোমিডা, এন্ড্রোমিডা থেকে অন্য অন্য নাম-না-জানা গ্যালাক্সি বড় বড় পদক্ষেপে পার হয়ে যাবার আগে তার এই চকিত দৃষ্টিপাত ! ব্যথার মতো কী এক সুখে টইটম্বুর হয়ে নিজেও ঘুমিয়ে পড়ার আগে রামাক্কা টের পায় তার মাথার ঘন কালো চুলে নিম গাছের ডাল থেকে রাতের শিশির পড়ছে টুপটাপ !"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.