বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা উপন্যাসের ধারা যথেষ্ট প্রাচীন। উনিশ শতকের শেষ দিকে প্রিয়নাথ মুখোপাধ্যায় লিখেছিলেন ‘দারোগার দপ্তর’। সেই শুরু থেকে সময়ের পথ বেয়ে ধীরে ধীরে সাবালক হয়ে উঠেছে বাংলা রহস্য উপন্যাস। তিনটি খণ্ডে সেই ঐতিহ্যময় ধারাটিকে মলাটবন্দি করার প্রয়াসেই এই পদক্ষেপ। প্রকাশিত এই শেষ খণ্ডে রয়েছে সম্পাদকের বাছাই করা সেরা চোদ্দোটি রহস্য উপন্যাস। লিখেছেন বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়, কৃশানু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়-এর মতো প্রথিতযশা সাহিত্যিকরা। এবং তাদের পাশাপাশি রয়েছেন অমলেন্দু সামুই, অনিরুদ্ধ চৌধুরী, অশোক বিশ্বাস, হিমাংশু সরকার, অমিত মুখোপাধ্যায়, নীল মজুমদারের মতো কম-চেনা সাহিত্যিকবৃন্দ। রহস্য সাহিত্যের একনিষ্ঠ পাঠক ও বিশিষ্ট লেখক অনীশ দেব অনন্য নিষ্ঠা ও যত্নে সম্পাদনা করেছেন এই ক্লাসিক গ্রন্থটি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি