সত্যজিৎ রায় ও সায়েন্স ফিকশন
প্রসেনজিৎ দাশগুপ্ত
“আশ্চর্য অবাক বিস্মিত হয়ে যাওয়ার অনুভূতির উপরেই সায়েন্স ফিকশন জমে ওঠে এবং আরও জমতে থাকবে যতই মানুষ তার সামনে ক্রমশ প্রসারমান বিপুলতর বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় নিজেকে ক্ষুদ্র মনে করার উপযোগী গল্পকাহিনির মধ্যে অবগাহন করতে চাইবে এবং যতই অন্ধকার রহস্যের জগতে, মহাশূন্যে, ভূমণ্ডলে, কোনও বৈরী গ্রহে কিংবা নিজেরই মনে বা দেহের মধ্যে মানুষের অভিযানের বিজয়ের গর্বে আর ব্যর্থতার হীনতায় অংশ নিতে চাইবে।"--সত্যজিৎ রায়।
(অনুবাদ অসীম বর্ধন)
দশ বছর বয়সে সত্যজিৎ রায়ের পরিচয় হয় সায়েন্স ফিকশনের সঙ্গে। সেই থেকেই কল্পবিজ্ঞান ছিল তাঁর আজীবন প্রিয় বিষয়গুলির অন্যতম। স্বাভাবিকভাবেই তাঁর নিজের সৃষ্ট সাহিত্যেও সায়েন্স ফিকশন প্রকট থেকেছে, আবার কখনও প্রচ্ছন্নভাবেও দেখা গিয়েছে। কোনও গল্পে অন্য বিষয়ের আড়ালে বিজ্ঞান বা কল্পবিজ্ঞান লুকিয়ে থেকেছে, কোথাও আবার কল্পবিজ্ঞানের বিষয়ের আবডালে সত্যজিৎ পরিবেশন করেছেন সম্পূর্ণ ভিন্ন মানবিক বা সামাজিক সমস্যা, আর তার সমাধান। সায়েন্স ফিকশনের আরও বড়ো প্রেক্ষাপটের সঙ্গে তুলনামূলক বিচারে সত্যজিতের সাহিত্যে কল্পবিজ্ঞানের সন্ধান করা হল এই বইতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.