সিন্ধু সভ্যতায় বৈদিক উপাদান ও সিন্ধু লিপির পাঠ
রজত পাল
সিন্ধু ও বৈদিক সভ্যতা ভারতের মধ্য ও পশ্চিমপ্রান্তে গড়ে উঠেছিল নাগরিক ও গ্রামীণ সংস্কৃতিকে ভিত্তি করে। সিন্ধু সভ্যতা যে সমগ্র ভারতীয় সভ্যতারই অঙ্গ এবং সমগ্র ভারতীয় সভ্যতা বলতে বৈদিক সভ্যতাকে বাদ দেওয়া যায় না সেই আলোচনা রয়েছে এই পুস্তকে।
এই পুস্তকটিকে 'আর্য দিগন্তে সিন্ধু সভ্যতা' এবং 'সিন্ধু সভ্যতার কথা ও কাহিনি'-র পরে তৃতীয় পর্ব মনে করা যেতে পারে, যদিও এটি স্বয়ংসম্পূর্ণভাবে পাঠ করার জন্য ওই দুটি পুস্তকের কিছু অংশ এখানে পুনরুল্লেখ করা হয়েছে। জিনতত্ত্বের আলোচনা বিস্তারিতভাবে করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে আর্যরা বহিরাগত একথা বলা যাচ্ছে না। এবং দ্বিতীয় পর্বে রয়েছে সিন্ধু লিপির পাঠ নিয়েও বিস্তারিত আলোচনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি